West Bengal Anganwadi Recruitment 2022
পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়ক পদে নিয়োগ ২০২২
West Bengal Anganwadi Recruitment 2022 | পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়ক পদে নিয়োগ ২০২২ : " West Bengal Anganwadi Recruitment 2022 | পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়ক পদে নিয়োগ ২০২২" বিস্তারিত আলোচনা নিম্নে দেওয়া হলো।
পদের নাম : ICDS অঙ্গনওয়াড়ি কর্মী এবং ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা
সংক্ষিপ্ত তথ্য : পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মাধ্যমিক পাশ ও অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন । যে সমস্ত প্রার্থীরা শূন্যপদের বিশদ বিবরণে আগ্রহী এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা বিজ্ঞপ্তি পড়তে এবং অফলাইনে আবেদন করতে পারেন।
Department of Women & Child Development and Social Welfare ICDS অঙ্গনওয়াড়ি কর্মী এবং ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা শূন্যপদ 2022 |
আবেদন ফী - কোনো আবেদন মূল্য লাগবে না।
|
গুরুত্বপূর্ন তারিখ - আবেদনের শুরুর তারিখ : 27-04-2022
- আবেদনের শেষ তারিখ : 23-05-2022 (বিকাল 4 টা পর্যন্ত)
|
বয়স সীমা (1লা এপ্রিল 2022 তারিখের হিসেবে) - ন্যূনতম বয়স সীমা: 18 বছর
- সর্বোচ্চ বয়স সীমা: 45 বছর
|
যোগ্যতা |
পোস্টের নাম | শিক্ষাগত যোগ্যতা | আবশিক যোগ্যতা |
অঙ্গনওয়াড়ি কর্মী | যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে | আবেদনকারী মহিলাকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে |
অঙ্গনওয়াড়ি সহায়িকা | প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে |
বেতন
- অঙ্গনওয়াড়ি কর্মী - 7,250 টাকা।
- অঙ্গনওয়াড়ি সহায়িকা – 5,300 টাকা।
|
আবেদনের পদ্ধতি - আপনাদের সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র (Application Form) টি ডাউনলোড করে নিতে হবে, এটিকে প্রিন্ট আউট করতে হবে এবং সেটিকে ভালো করে নিজের যাবতীয় নানান তথ্য সমূহ অর্থাৎ নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, তারপর শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে এই আবেদনের ফর্ম টি। তারপর নিজের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যাবতীয় ডকুমেন্টগুলি ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এই আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে । শেষে আবেদন পত্র এবং সেল্ফ অ্যাটেস্টেড করা এই ডকুমেন্টগুলি একটি খামের মধ্যে ভরে তারপর সেটি নির্দিষ্ট তারিখের মধ্যে পোস্টের মাধ্যমে বা সরাসরি পৌছে দিতে হবে সংশ্লিষ্ট BDO অফিসে।
|
প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট : - বাসস্থান সংক্রান্ত শংসাপত্র (স্ব-প্রত্যয়িত)
- শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র (স্ব-প্রত্যয়িত)
- বয়স প্রমাণ শংসাপত্র (স্ব-প্রত্যয়িত)
- জাতিগত শংসাপত্র (স্ব-প্রত্যয়িত)
- সাম্প্রতিক দুটি পাসপোর্ট সাইজ ফটো এবং একটি স্ট্যাম্প সাইজ ফটো।
- 1 টি স্ট্যাম্প সাইজ রঙ্গীন ছবি ( 1 টি পাসপোর্ট সাইজ ছবি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আটকে দিতে হবে এবং অন্য 2- টি ছবি আবেদনপত্রের সঙ্গে আলাদাভাবে খামের মধ্যে দিতে হবে )
- ভোটার, আধার কার্ড (স্ব-প্রত্যয়িত)
- আবেদনকারীর নাম ও সম্পূর্ণ ঠিকানা সম্বলিত এবং 6 টাকার ডাক টিকিট সম্বলিত দুটি পৃথক মাপের (10"×4") খাম।
|
নিয়োগ পদ্ধতি
- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
|
পরীক্ষার সিলেবাস
লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের । যে সকল বিষয়ের ওপর প্রশ্ন থাকবে সেগুলি নিম্নরূপ - - মাতৃভাষায় রচনা লেখা -15 নম্বর
- পাটিগণিত -20 নম্বর
- পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন -15 নম্বর
- ইংরেজি ভাষা থেকে -20 নম্বর
- সাধারণ জ্ঞান -20 নম্বর
- ইন্টারভিউতে 10 নম্বর অর্থাৎ সব মিলিয়ে 100 নম্বরের মধ্যে পরীক্ষা দেওয়া হবে।
|
নিয়োগের স্থান
- এই নিয়োগটি করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে। ব্লকভিত্তিক শূন্যপদের বিষয়ে আরও জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন।
|
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোকরে পড়ে নিন |
গুরুত্বপূর্ণ লিঙ্ক |
বিজ্ঞপ্তি | এখানে ক্লিক করুন |
সরকারী ওয়েবসাইট | এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন |